ওকে টলে টলে

  • তাল : Tal-ferta

ওকে টলে টলে

ওকে ট’লে ট’লে চলে এক্‌লা গোরী
নব-যৌবনা নীল-বসনা কাঁখে গাগরি॥
মদির মন্দ বায় অঞ্চল দোলে
খোঁপা খুলে দোলে আকুল কবরী।
তারে ছল ছল দূরে ডাকে নদী
তারি’ নাম যপে পাপিয়া নিরবধি
ডাকে-বনের কিশোর বাজায়ে বাঁশরি॥