এসো নওল কিশোর

  • তাল : kaharba

এসো নওল কিশোর

এসো নওল কিশোর এসো এসো, লুকায়ে রাখিব আঁখিতে মম।
আমার আঁখির ঝিনুকে বন্দী রহিবে মুকুতা সম॥
তুমি ছাড়া আর এই পৃথিবীতে
এ আঁখি কারেও পাবে না দেখিতে,
তুমি ও আমারে ছাড়া আর কারেও হেরিবে না প্রিয়তম॥
লুকায়ে রাখিব-ফণিনী যেমন মানিক লুকায়ে রাখে,
ঘিরিয়া থাকিব-দামিনী যেমন শ্যাম মেঘ ঘিরে থাকে।
মেঘ হয়ে আমি হে চাঁদ তোমায়
আবরি’ রাখিব আঁখির পাতায়,
নিশীথে জাগিয়া কাঁদিব-দু’জন প্রিয় হে, চির জনম॥