ভিখারিনী করে পাঠাইলি

  • তাল : Dadra

ভিখারিনী করে পাঠাইলি

ভিখারিনী করে পাঠাইলি মোরে, ( মাগো)কি দিয়ে পূজিব বল।
হাতে আছে শুধু শূন্য প্রণাম, চোখে আছে শুধু জল॥
পূজা ধূপ নাই, চন্দন নাই, মাগো, লাজে মরি দিতে ভয় পাই
চুরি করে আনা দুটি জবা ফুল, একটি বিল্বদল॥
তোর ধনী ছেলে মেয়ে ঘটা করে তোর পূজা করে কত রূপে,
মাগো ভিখারি মেয়ের বেশে তুই কেন দাঁড়াইলি এসে, মোর কাছে চুপে চুপে
কিছু নাই মাগো হাতে দিতে তোর, শুধু নামখানি সম্বল মোর,
যদি চাস তুই ঐ রাঙা পায়ে দিব নামের সে শতদল॥