ত্রিজগত আলো করে

ত্রিজগত আলো করে

ত্রিজগত আলো করে আছে কালো মেয়ের পায়ের শোভা।
মহাভাবে বিভোর শংকর, ঐ পা জড়িয়ে মনোলোভা॥
দলে দলে গগন বেয়ে গ্রহ তারা এলো ধেয়ে,
ঐ চরণ শোভা দেখবে বলে, ঐ পায়ের নূপুর হওয়ার ছলে
গ্রহ তারা এলো ধেয়ে –
সেই শোভা কেমন বলতে গিয়ে ব্রহ্ম চির মৌনী বোবা॥
ঐ চরণ শোভা দেখার তরে, যোগী থাকেন ধেয়ান ধ’রে
ত্রিভুবন ভুলে অনন্তকাল যোগী থাকেন ধেয়ান ধ’রে।
চরণ শোভা নয়, ঐ যে পরব্রহ্ম জ্যোতি
শ্রী চণ্ডী বেদ পুরানো ওরি প্রেম-আরতি
মা দেখতো যদি নিজের চরণ নিজেই দিত বিল্বজবা
আপনার ঐ রাঙা পায়ে নিজেই দিত বিল্বজবা॥