সজল হাওয়া কেঁদে

  • রাগ : Joy joyonti
  • তাল : kaharba

সজল হাওয়া কেঁদে

সজল হাওয়া কেঁদে বেড়ায় কাজল আকাশ ঘিরে,
তুমি এসো ফিরে।
উঠ্‌ছে কাঁদন ভাঙন-ধরা নদীর তীরে তীরে,
তুমি এসো ফিরে॥
বন্ধু তব বিরহেরি
অশ্রু ঝরে গগন ঘেরি’
লুটিয়ে কাঁদে বনভূমি অশান্ত সমীরে॥

আকাশ কাঁদে, আমি কাঁদি বাতাস কেঁদে সারা,
তুমি কোথায়, কোথায় তুমি পথিক পথহারা।
দুয়ার খুলে নিরুদ্দেশে
চেয়ে আমি অনিমেষে,
আঁচল ঢেকে রাখবো কত আশার প্রদীপটিরে।