আমি দ্বার খুলে

  • তাল : Dadra

আমি দ্বার খুলে

আমি দ্বার খুলে আর রাখব না, পালিয়ে যাবে গো।
জানবে সবে গো, নাম ধরে আর ডাকব না॥

এবার পূজার প্রদীপ হয়ে
জ্বলবে আমার দেবালয়ে,
জ্বালিয়ে যাবে গো – আর আঁচল দিয়ে ঢাকব না॥
হার মেনেছি গো, হার দিয়ে আর বাঁধব না।
দান এনেছি গো, প্রাণ চেয়ে আর কাঁদব না।
পাষাণ, তোমায় বন্দী ক’রে
রাখব আমার ঠাকুর ঘরে,
রইব কাছে গো – আর অন্তরালে থাকব না॥