রুমুঝুম রুমুঝুম্‌ কে্ এলে

  • তাল : Dadra

রুমুঝুম রুমুঝুম্‌ কে্ এলে

রুমুঝুম রুমুঝুম্‌ কে্ এলে নূপুর পায়
ফুটিল শাখে মুকুল ও রাঙা চরণ-ঘায়॥
সে নাচে তটিনী-জল টলমল টলমল,
বনের বেণী উতল ফুলদল মুরছায়॥
বিজরি-জরীর আঁচল ঝলমল ঝলমল
নামিল নভে বাদল ছলছল বেদনায়।
তালীবন থৈ তাথৈ করতালি হানে ঐ, (হায় রে হায়)
‘কবি, তোর তমালী কই’ – শ্বসিছে পুবালি-বায়॥