কেন আন ফুল-

  • রাগ : Bhimpolosri misro
  • তাল : Addha kawali

কেন আন ফুল-

কেন আন ফুল-ডোর আজি বিদায়-বেলা,
মোছ মোছ আঁখি-লোর যদি ভাঙিল মেলা॥
কেন মেঘের স্বপন আন মরুর চোখে,
ভু’লে দিয়ো না কুসুম যারে দিয়েছ হেলা॥

যদে শুকাল কানন এলো বিধুর পাখি,
ল’য়ে কাঁটা-ভরা প্রাণ এ কি নিঠুর খেলা।
যদি আকাশ-কুসুম পেলি চকিতে কবি,
চল চল মুসাফির, ডাকে পারের ভেলা॥