কালা এত ভাল

  • তাল : Druto-Dadra

কালা এত ভাল

কালা এত ভাল কি হে কদম্ব গাছের তলা।
আমি দেখ্‌ছি কত দেখ্‌ব কত তোমার ছলাকলা;
আমি নিতুই নিতুই শুন্‌বো কখন তিন সতিনীর জ্বালা॥
আমি জল নিতে যাই যমুনাতে তুমি বাজাও বাঁশি হে,
মনের ভুলে কলস ফেলে তোমার কাছে আসি হে,
শ্যাম দিন-দুপুরে গোকুলপুরে দায় হল পথ চলা॥
আমা চারদিকেতে ননদ-সতীন দু’কূল রাখা ভার,
আমি সইব কত আর,
ওরা দুঃখী সাথীর মুক্তি মতন মুক্তি কথা বলা নিতি মুক্তি কথা বলা॥