মা কবে তোরে

  • তাল : Dadra

মা কবে তোরে

মা কবে তোরে পারব দিতে আমার সকল ভার।
ভাবতে কখন পারব মাগো নাই কিছু আমার॥
কারেও আনিনি মা সঙ্গে ক’রে
রাখতে নারি কারেও ধ’রে
তুই দিস্, তুই নিস্‌ মা হ’রে (আমার) কোথায় অধিকার॥
হাসি খেলি, চলি, ফিরি ইঙ্গিতে মা তোরই,
তোরই মাঝে লভি, তোরই মাঝে মরি।
পুত্র-মিত্র-কন্যা-জায়া,
মহামায়া তোরই মায়া,
মা তোর লীলার পুতুল আমি ভাবতে দে এবার॥