কাঁদবো না আর

  • তাল : Dadra

কাঁদবো না আর

কাঁদবো না আর শচীদুলাল তোমায় ডেকে ডেকে
মোরা কাঁদবো না –
(প্রিয়) তুমি গেছ চলে তোমার প্রেম গিয়েছ রেখে
তাই কাঁদব না॥

ত্যাগ যেখানে প্রেম যেখানে
তোমার মধুর রূপ সেখানে
ওগো জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে॥
হল বৈরাগিনী ধরা তোমার চরণ ধূলি মেখে
তোমার মন্ত্র নিল অসীম আকাশ চাঁদের তিলক এঁকে।
সুন্দর যা কিছু হেরি
ওগো রূপ সে শচী-নন্দনেরি
তোমার ডাক শুনি যে আজো হৃদয়পুরীর সাগর থেকে॥