শ্রী রঘুপতি রাম

  • তাল : kaharba

শ্রী রঘুপতি রাম

দ্বৈত : শ্রী রঘুপতি রাম
লহ প্রণাম শ্রী রঘুপতি রাম
নব দূর্বাদল শ্যাম অভিরাম।
স্ত্রী : সুরাসুর কিন্নর যোগী ঋষি নর
পুরুষ : চরাচর যে নাম জপে অবিরাম॥
স্ত্রী : সরযূ নদীর জল ছল ছল কান্তি
পুরুষ : ঢল ঢল অঙ্গ ললাটে প্রশান্তি
স্ত্রী : নাম স্মরণে টোটে শোক তাপ ভ্রান্তি
দ্বৈত : পদারবিন্দে মূরছিত কোটি কাম॥
স্ত্রী : জানকী বল্লভ সুঠাম অঙ্গ
পুরুষ : পরশে নিমেষে হয় হরধনু ভঙ্গ
দ্বৈত : রাবণ ভয় হরে যাঁহার নাম॥
স্ত্রী : পিতৃ সত্যব্রত পালনকারী
পুরুষ : চির বল্কলধারী কাননচারী
দ্বৈত : প্রজারঞ্জন লাগি সর্বসুখ ত্যাগী
যে নামে ধরা হল আনন্দধাম॥