যা সখি যা

  • তাল : Tal-ferta

যা সখি যা

যা সখি যা তোরা গোকুলে ফিরে।
যে পথে শ্যামরায় চলে গেছে মথুরায়
কাঁদিতে দে লয়ে সেই পথ ধূলিরে॥
এ তো ধূলি নয়, ধুলি নয়
হরি চরণ- চিহ্ন আঁকা এযে হরি চন্দন ধূলি নয়,ধূলি নয়
এই ধূলি মাখিয়া,
হয়ে পাগলিনী ফিরিব শ্যাম শ্যাম ডাকিয়া।
হব যোগিনী এই ধূলি-তিলক-আঁকিয়া॥ (সখি গো)
শুনিয়াছি দূতি মুখে’ প্রিয়তম আছে সুখে সেই মম পরম প্রসাদ।
ভুলিয়া এ রাধিকায়’ সে যদি সুখ পায় তার সে সুখে সাধিব না বাদ॥
আমার দীরঘ শ্বাসে উৎসব-বাতি তার যদি নিভে যায়।
তাই ওলো ললিতা আমি হব ধূলি-দলিতা যাব না লো তার মথুরায়॥
আমি মথুরায় যাব, না গেলে মথুরাতে মোর শ্যামে আর ফিরে পাব না।(সখি গো)
হারানো মানিক কভু ফিরে লোকে পায়
হারানো হৃদয় ফিরে নাহি পাওয়া যায়॥