আমি কি সুখে

  • তাল : Tal-ferta

আমি কি সুখে

আমি কি সুখে লো গৃহে রবো
আমার শ্যাম হলো যদি যোগী ওলো সখি আমিও যোগিনী হবো॥
সখি আমার ধিয়ানু করিত যে সদা সে ধ্যান ভাঙিল যদি,
সে ভোলে ভুলুক্‌ আমি সেই রূপ ধিয়াইব নিরবধি।
তারে ধ্যান করিব সখি লো আমি যোগিনী হবো!
শ্যাম যে তরুর মূলে বসিবে লো ধ্যানে সেথা অঞ্চল পাতি’ রবো।
তারে ধূরায় বস্‌তে দিবো না সই
তার সোনার অঙ্গ মলিন্‌ হবে ধূলায় বস্‌তে দিবো না।
সখি ধূলাই যদি সে মাগে,
আমি আপনি হবো রাঙা পথ-ধুলি বঁধুয়ার অনুরাগে।
পথের ধূলি হবো
ওগো সেই পথেরই ধূলি হবো
যে পথ দিয়ে শ্যাম চলে যাবে সেই পথেরই ধূলি হবো।
ওসে চলে যেতে দলে যাবে সেই সুখে লো ধূলি হবো।
হবো ভিক্ষার ঝুলি, শ্যাম লবে তুলি বাহুতে আমায় জড়ায়ে
সখি আমারো বেদনা-গৈরিক-রাঙা বাস্‌ দিব তা‘রে পরায়ে।
সে তরুণ যোগীরে সাজাবো আমি
সখি আমার প্রাণের গোধূলি-বেলার রঙে রঙে তারে রাঙাইব।
তার গেরুয়া রাঙা বসন হয়ে জড়াইয়া রবো দিবস-যামী॥