আজ বাদল ঝরে

  • রাগ : Voirobi- Ashabori
  • তাল : Addha

আজ বাদল ঝরে

আজ বাদল ঝরে মোর একেলা ঘরে।
হায় কী মনে পড়ে মন এমন করে॥
আজ এমন দিনে কোন নীড়হারা পাখি
যাও কাঁদিয়া কোথায় কোন্‌ সাথীরে ডাকি।
তোর ভেঙেছে পাখা কোন্‌ আকুল ঝড়ে॥
আয় ঝড়ের পাখি আয় আমার এ বুকে
আয় দিব রে আশয় মোর গহন-দুখে।
আয় বাঁধিব বাসা আজ নূতন করে॥