হায় হায় উঠিল মাতম

  • তাল : Boitalik

হায় হায় উঠিল মাতম

হায় হায় উঠিল মাতম আকাশ পবন ভুবন ভরি।
আখেরি নবী দ্বীনের রবি বিদায় নিল বিশ্ব-নিখিল আঁধার করি॥
অসীম তিমিরে পুণ্যের আলো
আনিল যে চাঁদ, সে কোথায় লুকালো
আকাশে ললাটে হানি’ কাঁদিছে মরুভূমি
শোকে গ্রহ-তারকা পড়িছে ঝরি॥
তৃণ নাহি খায় উট, মেষ নাহি মাঠে যায়;
বিহগ-শাবক কাঁদে জননীরে ভুলি হায়!
বন্ধুর বিরহ কি সহিল না আল্লার,
তাই তারে ডাকিয়া নিল কাছে আপনার;
হায় কাণ্ডারি গেল চলে রাখিয়া পারের তরী॥