আমার গহীন জলের নদী

  • তাল : kaharba

আমার গহীন জলের নদী

আমার গহীন জলের নদী
আমি তোমার জলে ভেসে রইলাম জনম অবধি॥
ও ভাই তোমার বানে ভেসে গেল আমার বাঁধা ঘর
আমি চরে এসে বস্‌লাম রে ভাই ভাসালে সে চর।
এখন সব হারিয়ে তোমার জলে রে আমি ভাসি নিরবধি॥

ঘর ভাঙিলে ঘর পাব ভাই ভাঙ্‌লে কেন মন
ও ভাই হারালে আর পাওয়া না যায় মনেরি রতন।
ও ভাই জোয়ারে মন ফেরে না আর রে ও সে ভাটিতে হারায় যদি।।
তুমি যখন ভাঙ রে নদী (ভাঙ যখন কূল রে নদী) ভাঙ একই ধার
আর মন যখন ভাঙ রে নদী দুই কূল ভাঙ তার
ও ভাই চর পড়ে না মনের কূলে রে
ও সে একবার সে ভাঙে যদি, ও ভাই একবার সে ভাঙে যদি॥