উঠেছে কি চাঁদ সাঁঝ গগনে
আজিকে আমার বিদায় লগনে॥
জানালা পাশে চাঁপার শাখে
‘বউ কথা কও’ পাখি কি ডাকে?
ফুটেছে কি ফুল মালতী বকুল –
আমার সাধের কুসুম বনে সাঁঝ গগনে॥
তুলসী তলায় জ্বলেছে কি দীপ
পরেছে আকাশ তারকার টিপ?
হারিয়ে যাওয়া বঁধু অবেলায়
এলো কি ফিরে দেখিতে আমায়,
ঝুরিছে বাঁশি পিলু বারোয়াঁয় –
কেন গো আমার যাবার ক্ষণে॥