এ ঘোর শ্রাবণ-দিন কাটে কেমনে,
বলো তুমি বিনে প্রিয়তম মোর,
চমকি’ চমকি’ উঠি বারিধারা পরশে
কোথা তুমি চিত-চকোর!
দাও দেখা, দেখা দাও আজি এ শ্রাবণে –
এসো ভ’রি মোর দু’নয়নে,
বরষা ঘনায়ে ওঠে বিরহী এ পরানে –
পরাতে তোমার গলে আজি নবধারা-জলে
রচেছি মিলন-তিথি ডোর॥