একলা ভাসাই গানের কমল সুরের স্রোতে।
খেলার ছলে ওপর পানে এপার হ’তে॥
আসবে গো এই গাঙের কূলে হয়ত ভুলে আমার প্রিয়া
খোঁপায় নেবে আমার গানের কমল তুলে আমার প্রিয়া
খুঁজতে আমায় আসবে সুরের নদী-পথে॥
নাম-হারা কোন্ গাঁয়ে থাকে অচেনা সে,
তারে না-ই জানিলাম, গান ভেসে যাক্ তাহার আশে।
নদীর জলে আলতা-রাঙা পা ডুবায়ে, রয় সে মেয়ে
গানের কমল লাগে গো তা’র কমল-পায়ে, উজান বেয়ে,
সেদিন অমর হয় মোর গান, যায় অমরায় পুষ্প-রথে॥