নাটক : ‘দেবী দুর্গা’ একাকিনী বিরহিণী জাগি আধো রাতে। বঁধু নাহি পাশে, নিদ নাহি আসে, কণ্টক ফোটে হায় ফুল-বিছানায়। আবার ফুটিবে ফুল উঠিবে চাঁদ, আমারি মনের হায় মিটিল না সাধ, যামিনীর ফুল যেন এ রূপ-যৌবন নিশীথে ফুটিয়া লাজে ঝ’রে যায় প্রাতে॥