এলো শোকের সেই মোহররম কারবালার স্মৃতি ল’য়ে।
আজি বেতাব বিশ্ব-মুসলিম সেই শোকে রোয়ে রোয়ে॥
মনে পড়ে আসগরে আজ পিয়াসা দুধের বাচ্চায়
পানি চাহিয়া পেল শাহাদৎ হোসেনের বক্ষে র’য়ে॥
একহাতে বিবাহের কাঙন একহাতে কাশেশের লাশ,
বেহেঁশ্ খিমাতে সকিনা অসহ বেদনা স’য়ে॥
ঝরিছে আঁখিতে কুন হায় জয়নাল বেহোঁশ কেঁদে,
মানুষ বলে সহে এত পাথরও যেত ক্ষয়ে॥
শূন্য পিঠে কাঁদে দুলদুল্ হজরত হোসেন শহীদ্,
আস্মানে শোকের বারেষ্ ঝরে আজি খুন হয়ে॥