এলো ফুলের মহলে ভ্রমরা গুন্গুনিয়ে

  • রাগ : Sindhu misro
  • তাল : Khemta

এলো ফুলের মহলে ভ্রমরা গুন্গুনিয়ে

এলো ফুলের মহলে ভ্রমরা গুনগুনিয়ে।
ও-সে কুঁড়ির কানে কানে কি কথা যায় শুনিয়ে॥
জামের ডালে কোকিল কোতুহলে
আড়ি পাতি’ ডাকে কূ কূ ব’লে,
হাওয়ায় ঝরা পাতার নূপুর বাজে রুনঝুনিয়ে॥
‘ধীরে সখা ধীরে’ কয় লতা দু’লে,
জাগিও না কুঁড়িয়ে কাঁচা ঘুমে তুলে,
গেয়ো না গুন্ গুন্ গুন্ গুন্ গুন্ গুন্ সুরে প্রেমে ঢুলে ঢুলে।’
নিলাজ ভোমরা বলে, ‘না-না-না-না’, ফুল দুলিয়ে॥