এসো এসো রস লোক বিহারী

  • রাগ : Voirobi
  • তাল : Ektal

এসো এসো রস লোক বিহারী

এসো এসো রস-লোক বিহারী এসো মধুকর-দল।
এসো নভোচারী – স্বপন-কুমার এসো ধ্যান-নিরমল॥
এসো হে মরাল কমল-বিলাসী,
বুলবুল পিক সুর-লোক-বাসী,
এসো হে স্রষ্টা এসো অ-বিনাশী এসো জ্ঞান-প্রোজ্জ্বল॥
দীওয়ানা প্রেমিক এসো মুসাফির –
ধূলি-ম্লান তবু উন্নত শির,
আমরা-অমৃত-জয়ী এসো বীর আনন্দ বিহ্বল॥
মাতাল মানব করি’ মাতামাতি
দশ হাতে যবে লুটে যশ খ্যাতি,
তোমরা সৃজিলে নব দেশ জাতি অগোচর অচপল॥
খেল চির-ভোলা শত ব্যথা স’য়ে
সংঘাত ওঠে সঙ্গীত হ’য়ে,
শত বেদনার শতদল ল’য়ে লীলা তব অবিরল॥
ভুলি’ অবহেলা অভাব বিষাদ
ধরণীতে আনো স্বর্গের স্বাদ,
লভি’ তোমাদের পুণ্য প্রসাদ পেনু তীর্থের ফল॥