কে বলে মোর মাকে কালো, মা যে আমার জ্যোতির্মতী।
কোটি চন্দ্র সূয তারা নিত্য করে যার আরতি॥
কালো রূপের মায়া দিয়ে
মহামায়া রয় লুকিয়ে,
মায়ের শুভ্ররূপ দেখেছে শুভ্র শুচি যার ভকতি॥
যোগীন্দ্র যাঁর চরণ-তলে ধ্যান করে রে যাঁর মহিমা,
দু’টি নয়ন-প্রদীপ জ্বেলে খুঁজি সেই অসীমার সীমা।
সাজিয়ে কালী গৌরী মাকে
পূজা করি তমসাকে,
মায়র শুভ্ররূপ দেখেছে শুভ্র শুচি যার ভকতি॥