নাটক : ‘আলেয়া’
কেন ঘুম ভাঙালে প্রিয় যদি ঠেলিবে পায়ে।
বৃথা বিকশিত কুসুম কি যাবে শুকায়ে,
একা বন-কুসুম ছিনু বনে ঘুমায়ে॥
ছিল পাশরি’ আপন-বেভুল কিশোর-হিয়া,
বধূর বিধূর-যৌবন কে দিলে জাগায়ে॥
প্রিয় গো প্রিয় –
আকাশ-বাতাস কেন ব্যথার রঙে তুমি দিলে রাঙায়ে॥