কেঁদে কেঁদে নিশি হল ভোর।
মিটিল না সাধ উঠিল না চাঁদ ফিরিল কেঁদে চকোর॥
শিয়রে দীপ নিভিয়া আসে
ভোরের বাতাস কাঁদে হতাশে,
মালার ফুল ঝরে নিরাশে – যেন মোর আঁখি লোর॥
আমার নয়নে নয়ন রাখি’
চাহে শুকতারা ছলছল আঁখি,
পাপিয়ার সনে পিয়া পিয়া ডাকি – এসো এসো চিতচোর॥