উচ্ছে নহে, ঝিঙে নহে, নহে সে পটল ব্রজের আলু
পিয়া হতে জনম তাই পি’য়াজ সুডোল ব্রজের আলু॥
রসঘন রসুনের সে গন্ধতুত দাদা, ও দাদা
রস কিছু কম হলে হতো আম আদা, ও দাদা
সে আরো খানিক ডাগর হলে ঐ হতো ওল, ব্রজের আলু॥
পরম বৈষ্ণব সে যে ফল-দল মাঝে – ও দাদা
হের তার শিরে চৈতন-চুট্কী বিরাজে – ও দাদা
আবার মাথাটি বাবাজীর মতো চাঁচাছোলা গোল
তার মাথাটি বাবাজীর মতো চাঁচা ছোলা গোল, ব্রজের আলু॥
কাঁদে ছল ক’রে সব বিরহিণী ইহাকে থ্যাত্লাতে – ও দাদা
চক্ষু বুজে পণ্ডিতে খান, বলেন ‘আলুভাতে – ও দাদা
ওরে পাতে তুলেছি তুলব জাতে ব’দলে এবার ভোল, ব্রজের আলু॥