গগনে সঘন চমকিছে দামিনী মেঘ-ঘন-রস রিমঝিম বরষে। একেলা ভবনে বসি’ বাতায়নে পথ চাহে বিরহিণী কামিনী॥ পূবালী পবন বহে দাদুরী ডাকে, অভিসারে চলে খুঁজে’ কাহাকে। বৈরাগিনী সাজে উন্মনা যামিনী॥