গুঞ্জা মঞ্জরী মালা

  • রাগ : Malgunjo

গুঞ্জা মঞ্জরী মালা

গুঞ্জা-মঞ্জরী-মালা।
অঞ্চলে শুকায় অভিমানে কালা॥
সহিতে পারি না আর তোমার বিরহ
ধর গিরিধারী মোর বেদনা অসহ,
ভোলাও নীরদ-ঘন-শ্যাম-কৃষ্ণ! তৃষ্ণার জ্বালা॥