গুণ্ঠন খোলো পারুল মঞ্জরী।
বল গো মনের কথা বনের কিশোরী॥
চৈতালী চাঁদে তিথি যে ফুরায়
কাঁদিয়া কোয়েলিয়া পারদেশে যায়,
মধুমাখা নাম তব, মধুকর গায় মৃদুল গুঞ্জরি॥
বনমালী নিতি আসি’ ভাঙায় ঘুম
বনদেবী গাহে জাগো দুলালী কুসুম,
কত মল্লিকা বেলি বকুল চামেলি
বিলায়ে সুবাস হের গিয়াছে ঝরি’॥