ঘনশ্যাম কিশোর নয়ন-আনন্দ
ব্রজপুর চন্দ্র শ্রী ব্রজপুর চন্দ।
বনমালা-ভূষিত কৌস্তুত শোভিত
শ্রীচরণে ঝংকৃত নূপুর-ছন্দ॥
অলকা-তিলক-ধারী কানন-বিহারী
শিরে শিখী-পাখা বামে রাধা-প্যারী,
বিকশিত ফুলে যাঁর তনুর সুগন্ধ॥
কদম্ব-মূলে যমুনার কূলে
বাঁশরি বাজায়ে নাচে হেলে দুলে,
যাঁর প্রেমে গোপিনীরা কেঁদে হ’ল অন্ধ॥
সেই হরি মম, সখা প্রিয়তম
(সে) হৃদয়ে উদয় হ’য়ে হাসে মৃদু-মন্দ॥