চলচ্চিত্র : ‘চৌরঙ্গী’
ঘুম পাড়ানী মাসিপিসি ঘুম দিয়ে যেয়ো,
বাটা ভ’রে পান দেবো গাল ভ’রে খেয়ো।
ঘুম আয় রে, ঘুম আয় ঘুম॥
ঘুম আয় রে, দুষ্টু খোকায় ছুঁয়ে যা
চোখের পাতা লজ্জাবতী লতার মত নুয়ে যা,
ঘুম আয় রে, ঘুম আয় ঘুম॥
মেঘের মশারিতে রাতের চাঁদ পড়ল ঘুমিয়ে,
খোকার চোখের পাপড়ি পড়ুক ঘুমে ঝিমিয়ে।
শুশুনি শাক খাওয়াব, ঘুম পাড়ানী আয়
ঝিঁঝিঁ পোকার নূপুর খোল, খাকা ঘুম যায়,
ঘুম আয় রে, ঘুম আয় ঘুম॥