চঞ্চল ঝর্না সম হে প্রিয়তম আসিলে মোর জীবনে।
নীরব মনে উপবন মর্মরি’ উঠিল অধীর হরষণে॥
যে মুকুল ঘুমায়ে ছিল পত্রপুটে
অনুরাগে ফুল হয়ে উঠিল ফুটে,
তনুর কূলে কূলে ছন্দ উঠিল দুলে আকুল শিহরণে॥
অলকানন্দা হ’তে রসের ধাা তুমি আনিলে বহি’,
অশান্ত সুরে একিট গাহিলে গান, হে দূর বিরহী।
মায়ামৃগ তুমি হেসে চ’লে যাও
তব কূলে যে কাঁদে তারে ফিরে নাহি চাও,
কত বন ভূমিরে আঁখি-নীরে ভাসাও –
হে উদাসীন আনমনে॥