. নাটিকা : ‘সেতু-বন্ধ’ চরণ ফেলি গো মরণ-ছন্দে মথিযা চলি গো প্রাণ। মর্তের মাটি মহিমান করি স্বর্গেরে করি ম্লান॥ চিতার বিভূতি মাখিয়া গায় লজ্জা হানি গো অন্নদায়, বাঁধিয়াছি বিদ্যুল্লাতায় – দেবরাজ হতমান। পাতাল ফুঁড়িয়া করি গো মাতাল রসাতল-অভিযান॥