ঐ জলকে চলে লো কার ঝিয়ারি।
রূপ চাপে না তার নীল শাড়ি॥
এমন মিঠি বিজলি দিঠি শেখালে তায় কে গো?
রূপে ডুবু ডুবু রবির রঙ-ভরা ছবির, ছোঁয়াচ লেগেছে গো।
মন মানে না, আর কি করি!
চলে পিছনে ছুটে’ তারি॥
নাচে বুলবুলি ফিঙে ঢেউয়ে নাচে ডিঙে
মাঠে নাচে খঞ্জন;
তার দু’টি আঁখি-তারা নেচে হতো সারা –
দেখেছে বলো কোন জন?
আঁখি নিল যে মোর মন্ কাড়ি’ –
ঘরে থাকিতে আর নারি লো॥
গোলাপ বেলী যুঁই-চামেলি – কোন্ ফুল তারি তুল্ গো
তার যৌবন-নদী বহে নিরবধি ভাসায়ে দু’ কুল গো
নিল ভাসায়ে প্রাণ আমারি
রূপে দু’কুল-ছাপা গাঙ্ তারি॥