কার অনুরাগে শ্রী-মুখ উজ্জ্বল!
কার সঙ্গে মধুনিশি যাপিলে চঞ্চল॥
তব আঁখি মনোহর
যুগল নিষাদ শর,
প্রখর সে-আঁখি কেন সকরুণ ছলছল॥
যে পায়ের নূপুর শুনি’ কুহু পঞ্চমে বোলে,
হে নিপট, চঞ্চল সে-পা কেন নাহি চলে।
কোন্ ধনি দিল বঁধু
সুর-গরল মধু,
কোন্ সুধা মাগি’ রস-নিধি হইলে বিফল॥