কে ডাকিলে আমারে আঁখি তুলে’।
এই প্রভাতে তটিনী-কূলে কূলে॥
ঐ ঘুমায়ে সকলি, জাগেনি কেউ
জল নিতে এখনো আসেনি বউ,
শুধু তব নদীতে জেগেছে ঢেউ –
মেলেছ নয়ন কানন-ফুলে॥
যে সুবাস ঝরে ও-এলোকেশে
কমরে তা’ দিলে নাহিতে এসে’,
তব তনু-বাস দীঘিতে ভেসে’ –
মাতাইছে, মধুপ পথ ভুলে॥
ও শিশির-কপোল-স্বেদ বারি
পড়িল ঝরি’ নয়নে আমারি,
জাগিয়া হেরি রূপ-মনোহারী –
দাঁড়ায়ে উষসী তোরণ-মূলে॥