করুণা তোর জানি মাগো

করুণা তোর জানি মাগো

করুণা তোর জানি মাগো আসবে শুভদিন।
হোক না আমার চরণ ক্ষতি থাক না অভাব ঋণ॥
আমায় ব্যথা দেওয়ার ছলে
টানিস্ মা তোর অভয় কোলে,
সন্তানে মা দুঃখ দিয়ে রয় কি উদাসীন॥
(তোর) কঠোরতার চেয়ে বেশি দয়া জানি ব’লে,
ভয় যত মা দেখাস্ তত লুকাই তোরই কোলে।
সন্তানে ক্লেশ দিস্ যে এমন
হয়ত মা তার আছে কারণ,
তুই কাঁদাস্ ব’লে বল্ব কি মা হ’লাম মাতৃহীন॥