টলমল টলে হৃদয়-সরসী। নীর ভরণে এলে কে ষোড়শী॥ এলে কি নাহিতে, পরশ চাহিতে এলে কি অলস তরণী বাহিতে, এলে কি ভুলিতে কমল তুলিতে – আমার স্বপন-মানসী॥