নাটক : ‘দেবী দুর্গা’ ঢালো মদিরা মধু ঢালো, (ঢালো আরো) মদ রঞ্জিত হোক পান্সে চাঁদের আলো॥ সারা দিনমান গোল বিফল কাজে, জাগে হৃদয়ে আনন্দ তৃষ্ণা সাঁঝে। চাহে পরান বিধুর সুরা আর সুর – আর অনুরাগ রাঙা দু’টি নয়ন কালো॥