ঢের কেঁদেছি ঢের সেধেছি, আর পারিনে, যেতে দে তাঁ’য়।
গ’ল্ল না যে চোখের জলে গ’ল্বে কি সে মুখের কথায়॥
যে চ’লে যায় হৃদয় দ’লে
নাই কিচু তার হৃদয় ব’লে,
তারে মিছে অভিমানের ছলে – ডাক্তে আরো বাজে ব্যথায়॥
বঁধুর চ’লে যাওয়ার পরে
কাঁদব লো তার পথে প’ড়ে,
তার চরণ-রেখা বুকে ধ’রে – শেষ করিব জীবন সেথায়॥