তৃষিত আকাশ কাঁপে রে

  • রাগ : Brindaboni sharong
  • তাল : kaharba

তৃষিত আকাশ কাঁপে রে

তৃষিত আকাশ কাঁপে রে।
প্রখর রবির তোপে রে॥
চাহিয়া তৃষ্ণার বারি
চাতক ওঠে ফুকারি’
করুণ-শান্ত বিলাপে রে॥
রুদ্রযোগী ও-কে দূর বিমানে,
নিমগ্ন রহিয়াছে যেন ধ্যানে।
মকুন্তলা সম ভয়ে
কাঁপ ধরা র’য়ে র’য়ে,
অগ্নি-ঋষির অভিশাপ রে॥