তোমার কথার পারাবতগুলি আকাশে উড়িয়া যায়

তোমার কথার পারাবতগুলি আকাশে উড়িয়া যায়

তোমার কথার পারাবতগুলি আকাশে উড়িয়া যায়।
অঞ্চল মেলি’ চঞ্চল মন তাহারে ধরিতে চায়॥
ব্যাকুল বক্ষে কোন তরুণীর
উহারা কি কভু বাঁধিবে না নীড়?
(ওরা) শূন্য মনের কথা কি গো তাই শূন্যে মিলায় হায়॥
গানের আড়ালে ওগো ও-সুরের দেবতা২ কেন এ লুকিয়ে রাখা,৩
কেন কামনার কপোতগুলি ছড়াও দিগ্বিদিকে পরায়ে সুরের পাখা!
যে বুকে জাগে এ সুর, এত কথা
সারা বিশ্বে বিরহের ব্যথা,
বল বল সেথা একটি হৃদয় ঠাঁই কেন নাহি পায়॥