তোমার ডাক শুনেছি

তোমার ডাক শুনেছি

নাটিকা : ‘লায়লী-মজনু’
তোমার ডাক শুনেছি নিশীত রাতের অন্ধকারে।
এবার মোদের চির মিলন ধূলির ধরার পরপারে॥