ঝিলের জলে কে

  • তাল : Dadra

ঝিলের জলে কে

ঝিলের জলে কে ভাসালো নীল শালুকের ভেলা
মেঘ্‌লা সকাল বেলা।
বেণু-বনে কে খেলে রে পাতা-ঝরার খেলা।
মেঘ্‌লা সকাল বেলা॥
কাজল-বরণ পল্লী মেয়ে
বৃষ্টি ধারায় বেড়ায় নেয়ে,’
ব’সে দীঘির ধারে মেঘের পানে রয় চেয়ে একেলা॥

দুলিয়ে কেয়া ফুলের বেণী শাপ্‌লা মালা প’রে
খেল্‌তে এলো মেঘ পরীরা ঘুম্‌তী নদীর চরে।
বিজলিতে কে দূর বিমানে, সোনার চুড়ির ঝিলিক হানে,
বনে বনে কে বসালো যুঁই-চামেলির মেলা॥