টারালা টারালা টারালা

  • তাল : kaharba

টারালা টারালা টারালা

টারালা টারালা টারালা টা টারালা টারালোল্লা
নাচে শুট্‌কী শুক্‌নো সাহেবকে ধ’রে মুট্‌কী মিস্‌ আরসোল্লা।
হা-হা-হা-হা-হা॥
খুরওয়ালা জুতা পরে খটখট ঠেংরী নাড়ে
চাবুক খেয়ে জোড়া ঘোড়ায় যেন পেছ্‌লি ঝাড়ে!
দেখে পাদ্রি, পুরুত, মোল্লা বাবাজী কাছা খোল্লা।
আর বাবাজী কাছা খোল্লা॥
দেখে আণ্ডাওয়ালাভাবে বুঝি খেল্‌ ডাণ্ডাগুলি
হা গণ্ডার মার্কা ষণ্ডা বিবি খেল্‌ ডা্ণ্ডাগুলি
হা ভাব-আবেশে নয়ন তাহার হলো নয়ান ঝুলি;
নেকু বাবুর ঢেকুর ওঠে পেটে মেকুর আচ্‌ড়ায়!
কাল্লু ভাবে মেম পালোয়ান সাহবেকে বুঝি পাছড়ায়।
যতো কাব্‌লিওয়ালা মাউড়া সব হো গিয়া ভাই বাউড়া।
মোষের গাড়োয়ান প্রেম-রসে হলো রসগোল্লা॥