তুমি কি দখিনা পবন
দুলে ওঠে দেহলতা
ফুলে ফুলে ফুল্ল হয়ে ওঠে মন॥
অন্তর সৌরভে শিহরে
কথার কোয়েলিয়া কুহরে
তনু অনুরঞ্জিত করে গো প্রীতির পলাশ রঙ্গন॥
কী যেন মধু জাগে হিয়াতে
চাহি’ যেন সেই মধু কোন্ চাঁদে পিয়াতে।
ফুটাইয়া ফুল কোথা চলে যাও
হুতাস নিশাসে কী ব’লে যাও
মধু পান করি না কো র’চে যাই শুধু মধু-বন॥