বেসুর বীণায় ব্যথার সুরে বাঁধ্ব গো পাষাণ-বুকে নিঝর হয়ে কাঁদব গো॥ কুলের কাঁটায় স্বর্ণলতার দুল্ব হার, ফণির ডেরায় কেয়ার কানন ফাঁদ্ব গো॥ ব্যাধের হাতে শুন্ব সাধের বংশী-সুর, আস্লে মরণ চরণ ধ’রে সাধব গো॥