বনকুসুম-তনু তুমি কি মধুমতী! ঢল ঢল নয়নে রস-ঘন মিনতি॥ রুমুঝুমু ঘুমুরে ঘুমুঘুমু বিবশা নিথর বসুমতী, নিশিমদ-অলসা, মুরছিত চরণে শত মদন রতি॥ রস-ছলছল গো তব মধু কলসে ঝরঝর ঝরনা অনুখন বরষে, অরুণিত নয়না মধুর রসবতী॥১